Dr. Neem on Daraz
Victory Day

রাঙামাটিতে  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮২ হাজারের অধিক শিশু


আগামী নিউজ | মো: নাজমুল হোসেন রনি,রাঙ্গামাটি সদর প্রতিনিধি   প্রকাশিত: জুন ২, ২০২১, ১১:০৭ পিএম
রাঙামাটিতে  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮২ হাজারের অধিক শিশু

ছবি: আগামী নিউজ

রাঙামাটিঃ আগামী ০৫ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে রাঙামাটির ৮২ হাজার ৪৯৬ শিশুর।  বুধবার (০২ জুন) বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে  আগামী ০৫ জুন সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন হবে। 

এই রাউন্ডে রাঙামাটিতে ৮২ হাজার ৪৯৬ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ২৫১ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৩ হাজার ২৪৫ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

এ সময় পুরো জেলায় মোট ১ হাজার ৩১৫টি কেন্দ্র খোলা থাকবে, স্বেচ্ছাসেবী কর্মী থাকবে ২ হাজার ২০১ জন,মাঠকর্মী থাকবে ৪২৯ জন এবং ২৪১ জন প্রথম সারির তদারককারী নিয়োজিত থাকবেন।

সংবাদ সম্মেলনে রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাস খীসার সভাপতিত্বে বক্তব্য রাখেন– ডেপুটি সিভিল সার্জন ডা. নীতিশ চাকমা, প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহাবুব প্রমুখ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে